তিলি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার দাবি

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩ মার্চ: তিলি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার দাবি জানালো তিলি সমাজ। আজ বাঁকুড়া জেলার মালিয়াড়া পরগনার তিলি সম্প্রদায়ের ২৮-২৯ তম বার্ষিক সম্মেলনে এই দাবিতে সোচ্চার উপস্থিত প্রতিনিধিরা। আজ বাঁকুড়া সদর থানার করণজোড়া প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত সম্মেলন মঞ্চ থেকে ফের অন্যান্য অনগ্রসর শ্রেণির মতো ওবিসি তালিকাভুক্ত করার জোরালো আবেদন উঠে।

সংগঠনের সভাপতি অধ্যাপক শান্তিরাম মন্ডল বলেন, এই মুহূর্তে আমাদের সম্প্রদায় গর্ব করে বলতে পারে যে আমরা শত দুঃখ কষ্টের মাধ্যমে জীবন অতিবাহিত করলেও জেলার অন্যান্য সম্প্রদায় ভুক্তদের অপেক্ষা উচ্চশিক্ষার হারে প্রথম সারিতে। পাশাপাশি আমাদের সম্প্রদায়ের একজন ব্যক্তিও ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন না। এটাও বাঁকুড়া জেলা তিলি সমাজের গর্ব। কিন্তু দুঃখের বিষয় সরকারি চাকরির ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে। এর মূল কারণ জাতিগত সংরক্ষণ বিধি। আমরা অন্যান্য অনগ্রসর শ্রেণির মতোই পিছিয়ে পড়া সম্প্রদায় হলেও সরকারি বিধি অনুযায়ী সাধারণ সম্প্রদায়ভুক্ত। মূলত কৃষি কাজই আমাদের প্রধান জীবিকা।

শান্তিরাম বাবু বলেন, তিলি সম্প্রদায়ভুক্ত মানুষ যদি ওবিসি তালিকাভুক্ত হতেন তাহলে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে আমাদের ছেলেমেয়েরা সরকারি চাকরির ক্ষেত্রে সুযোগ পেতেন এবং এক্ষেত্রেও আমরা সর্বাগ্রে থাকতাম। তাই আমরা এই সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ তিলি সম্প্রদায়কে ওবিসি তালিকাভুক্ত করার জন্য জোরালো আবেদন রাখছি। সম্মেলনে মালিয়াড়া পরগনার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে উপহার, শংসাপত্র দেওয়া হয়। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে গঙ্গাজলঘাঁটি থানার শ্রীচন্দ্রপুরে যে অবৈতনিক কোচিং সেন্টার চালানো হয় সেটি চালাতে অন্যান্য সম্প্রদায়ের যে সকল মানুষ তাদের সহযোগিতা করেছেন বা করছেন তাদেরও সংবর্ধনা দেওয়া হয় বলে জানান তিলি সমাজের সম্পাদক আদিত্য মন্ডল। তিনি বলেন, মাধ্যমিকে যারা ৭৫ % ও উচ্চমাধ্যমিকে ৮০ % বা তার বেশি নম্বর পেয়েছে সে রকম ২৫০ ছাত্র-ছাত্রীকে সম্বর্ধনা উপহার ও মানপত্র তুলে দেওয়া হয়েছে। তিনি বলেন, গঙ্গাজলঘাঁটির প্রাক্তন বিধায়ক নবনী বাউরি, শিক্ষাবিদ রবীন্দ্রনাথ চ্যাটার্জি, প্রবীণ শিক্ষক তারাপদ লায়েক, পরেশচন্দ্র লায়েক প্রমুখদের সংবর্ধনা দেওয়া হয়। বাঁকুড়া সারদামণি গার্লস কলেজের অধ্যক্ষ সিদ্ধার্থ গুপ্ত, আইনজীবী অরূপ শিট, দয়াময় কুন্ডু, দুর্গাদাস মন্ডল ও প্রবীণ শিক্ষাবিদ নারায়ণচন্দ্র আখুলি সহ বহু বিশিষ্ট ব্যক্তি সম্মেলনে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *