সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ২৮ আগস্ট: করোনা আবহে পুরুলিয়া শহরের বুক থেকে পশুহাট স্থানান্তরিত করার দাবি উঠল।

পুরুলিয়া শহরের সদর হাসপাতাল এবং নার্সিং হস্টেল লাগোয়া রেড ক্রস রোডে সাপ্তাহিক পশুহাটে অসচেতনতার ছবি। সাত সকালে পশু হাটের বাস্তব চিত্র প্রমাণ করছে করোনা সংক্রমণ নিয়ে কারও কোনও ভ্রূক্ষেপ নেই। সামাজিক দূরত্ব বিধিকে অমান্য করে মুখে মাস্ক না লাগিয়ে হাটে চলছে বেচা-কেনা। পুরুলিয়া শহর সহ প্রতিটি এলাকায় যখন করোনার পারদ ঊর্ধর্মুখী সেই সময় সরকারি নিয়ম না মেনে পশুহাট নিয়ে শহরবাসীর মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। আজ এই বিষয়টি নিয়ে ‘আমরা ক জন’ নামে একটি সমাজসেবী সংস্থার উদ্যোগে জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়।

সংগঠনের সদস্যরা জানান, প্রশাসনের নির্দেশ উপেক্ষা করেই রাস্তার ওপর সপ্তাহে সোমবার এবং শুক্রবার যে পশু হাট বসছে সেখানে করোনা সংক্রমণ নিয়ে সরকারি নির্দেশকে অবমাননা করা হচ্ছে। তবে যেহেতু এই সাপ্তাহিক পশুহাটে অনেকের রুজি রোজগারের বিষয় জড়িয়ে আছে। তাই পশু হাটটিকে যদি অন্যত্র স্থানান্তরিত করা যায় তার জন্য শাসককের দৃষ্টি আকর্ষণ করা হল।

