সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ৩০
জানুয়ারি: দলীয় কর্মী খুনে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে পুলিশ সুপারের অফিসের সামনে ধর্নায় বসে গ্রেফতার হলেন সাংসদ সৌমিত্র খাঁ। ইন্দাসে এক দলীয় কর্মীর দাদাকে খুনের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে আজ সাংসদ সৌমিত্র খাঁর নেতৃত্বে বিজেপি কর্মীদের পুলিশ সুপারের অফিসের সামনে ঘেরাও ও অবস্থান বিক্ষোভকে কেন্দ্র করে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশ সৌমিত্র খাঁ’কে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেয়।

গতকাল রাতে ইন্দাসের খটনগর গ্রামে বিজেপির সক্রিয় কর্মী প্রসাদ রং- এর দাদা প্রসাদ রং’কে রাস্তায় ফেলে প্রচন্ড মারধর করলে তার মৃত্যু হয়। এই ঘটনায় অভিযুক্ত একজন গ্রেফতার হলেও বাকিরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এবং দোষীদের গ্রেফতারের দাবিতে সাংসদ সৌমিত্র খাঁ সদলবলে আজ বিকেলে পুলিশ সুপারের অফিসের সামনে শুয়ে পড়েন। এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। সদর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ সাংসদকে অবস্থান তোলার আবেদন জানালেও তিনি অবস্থানে অনড় থাকেন। অবশেষে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
সৌমিত্রবাবু বলেন, একের পর এক দলীয় কর্মীরা খুন হচ্ছে। ঘর- বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। এদিকে এই ঘটনায় মূল অভিযুক্ত পিন্টু রায় প্রাক্তন তৃণমূল পঞ্চায়েত সদস্য ছিল। তাকে পুলিশ গ্রেফতার করলেও অপর অভিযুক্ত নয়ন রায় এখনো অধরা। এই ঘটনায় রাজনৈতিক যোগ নেই, মদ খেয়ে এই ঘটনা বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।
তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ হামিদ জানান, বিজেপি রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই। অভিযুক্ত পিন্টু রায় বর্তমানে আমাদের দলের কেউ নয়।

