Jalpaiguri, Works Department, Movement, বকেয়া টাকার দাবিতে জলপাইগুড়ি পূর্ত দফতরে আন্দোলন ঠিকাদাদের

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৯ ফেব্রুয়ারি: বকেয়া টাকা দেওয়ার দাবিতে থালা-বাটি হাতে নিয়ে আন্দোলনে নামলেন জলপাইগুড়ি পূর্ত দফতরের ঠিকাদাররা। বৃহস্পতিবার দফতরের মূল গেট আটকে ত্রিপল পেতে অবস্থান বিক্ষোভে বসেন ঠিকাদারদের বড় অংশ। গত বিধানসভা ভোটে একাধিক কাজ করার পরেও দশ কোটি টাকা বিল বকেয়া রয়েছে বলে দাবি। যতদিন না বকেয়া টাকা মেটানো হচ্ছে, ততদিন অফিসের সময়ে আন্দোলন চলবে বলে দাবি ঠিকাদারদের।

এদিনের আন্দোলনের জেরে দফতরের কাজ প্রায় বন্ধ হয়ে যায়। কেউ যাতায়াত করতে পারেননি। ঠিকাদারদের দাবি, নতুন কাজ করা থেকে আপাতত বিরত রয়েছেন তারা।

জলপাইগুড়ি পূর্ত দফতরে কনস্ট্রাকশন ও ইলেকট্রিক্যাল মিলিয়ে প্রায় দুই শতাধিক ঠিকাদার বিভিন্ন সময়ে কাজ করে থাকেন। সামনেই লোকসভা ভোট, বিভিন্ন কাজ পূর্ত দফতরের পক্ষ থেকে ঠিকাদারদের করতে বলা হচ্ছে। ঠিকাদারদের দাবি, গত বিধানসভা ভোট হয়েছে প্রায় তিন বছর হতে চলছে। সেই সময় পূর্ত দফতরের টেন্ডারে অংশগ্রহণ করে অসংখ্য ঠিকাদার বিভিন্ন কাজ করেছিল ভোটে। সামনে লোকসভা ভোট, আগের টাকা না পাওয়ায় নতুন করে কাজ করতে গেলে আর্থিক সমস্যায় পড়তে হবে ঠিকাদারদের।

আন্দোলনরত ঠিকাদারদের তরফে হিমাদ্রী কর বলেন, “কনস্ট্রাকশন বিভাগের প্রায় দেড় শতাধিক ঠিকাদার কাজ করেছিলেন গত বিধানসভা ভোটে। এখনও বকেয়া বিল দেওয়া হয়নি। এই কারণে বিক্ষোভ।”

দফতরে তরফে জানানো হয়েছে, সরকারি কাজ যখন করেছেন টাকা নিশ্চয়ই পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *