জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১২ মে: পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের দপ্তরের নাম হেস্টিং হাউসের পরিবর্তে মেদিনীপুরের কোনও স্বাধীনতা সংগ্রামীর নামে রাখার জোড়ালো দাবি উঠেছে। এই শহরেই তিন বছরে পরপর তিনজন অত্যাচারী ব্রিটিশ শাসক ডগলাস বার্জ ও পেডি সাহেবকে হত্যা করেছিলেন মেদিনীপুরের বিপ্লবীর দল। সেই দলে রয়েছেন বিমল দাশগুপ্ত, প্রদ্যোত ভট্টাচার্য, জ্যোতি জীবন ঘোষ, প্রভাংশু পাল, অনাথবন্ধু পাঞ্জা, মৃগেন্দ্র দত্ত, ব্রজকিশোর চক্রবর্তী, নির্মল জীবন ঘোষ ও রামকৃষ্ণ রায়। ভারতের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংসের আমলে তৈরি জেলাশাসকের এই কার্যালয় আজও তার নামে অর্থাৎ হেস্টিং হাউস নামে রয়ে গেছে। আড়াইশো বছরের এই বিল্ডিংটি হেরিটেজ হাউসের মর্যাদাও পেয়েছে।
মেদিনীপুরের বাসিন্দাদের দাবি, স্বাধীনতা সংগ্রামের পীঠস্থান মেদিনীপুর শহরে কোনও ইংরেজ শাসকের নামে আজও জেলার প্রধান প্রশাসনিক ভবনটি না রেখে মেদিনীপুরের এইসব কোনও বীর স্বাধীনতা সংগ্রামীর নামে করা হোক। ভবনের বাইরের সুদৃশ্য তোরণেও হেস্টিংসের পরিবর্তে রাখা হোক মেদিনীপুরের কোনও বিপ্লবীর নাম।