Sukanta, Kunal, শিয়ালদহ স্টেশনের নাম বদলের দাবি, সুকান্ত চাইলেন শ্যামাপ্রসাদ মুখার্জি, কুনাল বললেন স্বামী বিবেকানন্দ

আমাদের ভারত, ১০ আগস্ট: পূর্ব রেলের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছে রবিবার। রানাঘাট- শিয়ালদা এসি লোকাল ট্রেনের উদ্বোধন হয়েছে। সোমবার থেকে রুটে যাত্রী নিয়ে ছুটবে এসি লোকাল ট্রেনটি। সেই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসে শিয়ালদহ স্টেশনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। আর সেখানেই তিনি আবেদন করেন শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তন করে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হোক। কিন্তু তাঁর এই দাবির পাল্টা দাবি করে তৃণমূল নেতা কুনাল ঘোষ বলেছেন নাম বদল হলে কেন স্বামী বিবেকানন্দ হবে না?

কলকাতা সহ আশপাশের একাধিক জেলার বিভিন্ন পেশার মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম শিয়ালদহ স্টেশন। চাকুরীজীবী হোক বা স্কুল পড়ুয়া কিংবা সবজি বিক্রেতা, সারাদিন এই স্টেশনে আনাগোনা হাজার হাজার মানুষের। আবারো একবার সেই স্টেশনের নাম বদলের দাবি উঠলো। রবিবার শিয়ালদা থেকে রানাঘাট এসি লোকালের উদ্বোধন করেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। আর এই মঞ্চ থেকেই কেন্দ্রীয় মন্ত্রী শিয়ালদা স্টেশনের নাম বদলের প্রস্তাব দেন। তাঁর বক্তব্য, যার জন্য পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা হয়েছিল সেই শ্যামাপ্রসাদ মুখার্জির নামেই হওয়া উচিত শিয়ালদা স্টেশনের নাম।

এর আগে গত বছর অক্টোবরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কলকাতায় এলে শিয়ালদা স্টেশনের নাম পরিবর্তনের দাবি করেন বর্তমান বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি বলেছিলেন, মানুষের রক্তাক্ত ইতিহাস জড়িয়ে আছে এর সাথে। সর্বশান্ত হওয়া মানুষ একদিন এসে ভিড় করেছিল এই শিয়ালদা স্টেশনে। শিয়ালদহের আশেপাশে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল উদ্বাস্তুদের। যার তত্ত্বাবধানে ওই সর্বহারা মানুষগুলোর ঠাঁই হয়েছিল তিনি শ্যামাপ্রসাদ মুখার্জি। তাই রেলের বিশেষ অনুষ্ঠানে রেলমন্ত্রীর উপস্থিতিতে তাঁর দাবি ছিল শ্যামাপ্রসাদ মুখার্জির নামে শিয়ালদা স্টেশনের নামকরণ হোক। উত্তরে রেলমন্ত্রী বিষয়টি দেখার আশ্বাস দিয়েছিলেন।

আজ আবার সেই দাবি উত্থাপন করলেন সুকান্ত মজুমদার। তিনি বলেন, এই প্রস্তাব রাজ্য সরকারের তরফ থেকে এলে রেল করতে পারে। রাজ্য সরকারকে অনুরোধ করেছি এই প্রস্তাব তাদের তরফ থেকে আসুক। কারণ মাননীয়া মুখ্যমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে উইশ করেন। তাঁর জন্য তিনি এটুকু করতেই পারেন।

যদিও সুকান্ত মজুমদারের এই প্রস্তাবের জবাবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ বলেছেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় শ্রদ্ধেয় ব্যক্তি। তাঁর নামে তো বন্দর রয়েছে। শিয়ালদা স্টেশন কেন? স্বামী বিবেকানন্দের নামে করা হোক, কারণ শিকাগো ধর্ম সভায় ঐতিহাসিক বক্তৃতার পর তিনি জাহাজ থেকে ফেরার পথে শিয়ালদাহে নেমেছিলেন। বিশ্বজয়ের পরে এখানে এসেছিলেন স্বামী বিবেকানন্দ। যদি নাম বদল করতেই হয় তাঁর নামে করা হোক।

প্রসঙ্গত, এর আগে ২০২০ সালে কলকাতা বন্দর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় নামে চিহ্নিত হবে বলে কলকাতায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন। তারপর কেন্দ্রীয় মন্ত্রিসভাও তাতে সিলমোহর দিয়েছিল। মোদী সরকার জানিয়েছিল, মানুষের আবেগের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতা বন্দরের পরে এবার শিয়ালদা স্টেশনের নাম বদলে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে করার দাবি উঠলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *