কলেজে শূন্যপদ বৃদ্ধি, দুর্নীতিমুক্ত নিয়োগ ও স্বচ্ছ মেধা তালিকা প্রকাশের দাবি

আমাদের ভারত, ১০ জানুয়ারি: পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশনের বিরুদ্ধে আগামী শনিবার অবস্থান-বিক্ষোভের ডাক দিল কলেজ-বিশ্ববিদ্যালয় চাকরি প্রার্থী মঞ্চ। ওই দিন ১১টায় জমায়েত হবে কলেজ স্ট্রিটে।

সাত দফা দাবিতে মঞ্চের তরফে ওই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। দাবিগুলি
হল—
১. ২০২০ সালের সিএসসির নিয়োগ প্রক্রিয়ার নম্বরের ধরন এবং সাক্ষাৎকারে অংশগ্রহণকারী প্রার্থীদের ভেঙে ভেঙে নম্বর ও মোট প্রাপ্ত নম্বর প্রকাশ করতে হবে।
২. সরকার পোষিত কলেজে যে শূন্যপদ রয়েছে, তাতে চলতি সিএসসির নিয়োগ প্রক্রিয়াতেই দ্রুত সমস্ত শূন্যপদে পূর্ণ সময়ের অধ্যাপক নিয়োগ করতে হবে।
৩. অবিলম্বে সমস্ত বিষয়ের শূন্যপদ ঘোষণা করে যে সমস্ত বিষয়ের সিএসসির সাক্ষাৎকার আজও হয়নি তাদের সাক্ষাৎকার সম্পূর্ণ করে স্বচ্ছভাবে নিয়োগ দিতে হবে।
৪. সহকারি অধ্যাপক পদে আবেদনের বয়সের ঊর্ধ্বসীমা বিলোপ করতে হবে।

৫. ইউজিসির নিয়ম মেনে প্রতি বছর সিএসসি’, পিএসসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে স্থায়ী পদে অধ্যাপক নিয়োগের বিজ্ঞপ্তি দানের সময় শূন্যপদ তৈরি ও ঘোষণা করে, স্কোর প্যার্টান স্পষ্ট উল্লেখ করে, স্বচ্ছভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
৬. ইন্টারভিউ-এ ইউজিসি-র নিয়ম মেনে ১৫℅ এর অধিক নম্বর রাখা যাবে না।
৭. প্রতিটা প্রার্থীর সাক্ষাৎকারের ভিডিও ও অডিও রেকর্ডিং করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *