Bangladesh, Minorities, বাংলাদেশে সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠনের দাবি

আমাদের ভারত, ১৬ নভেম্বর: চলমান রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক বাস্তবতায় আপামর সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠী ও তাদের বিভিন্ন সংগঠনের ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হল। শনিবার ওই কনভেনশনে এই মর্মে অভিমত ব্যক্ত করা হয় যে, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘুদের একটি ঐক্যবদ্ধ রাজনৈতিক প্ল্যাটফর্ম গঠন আজ সময়ের দাবি।

সংখ্যালঘু ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক মনীন্দ্র কুমার নাথ রবিবার এক বিবৃতিতে লেখেন, “বাংলাদেশ খ্রীস্টান অ্যাসোসিয়েশনের সভাপতি মি. নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত কনভেনশনে ঐক্য মোর্চাভুক্ত ৪৩টি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে দিনভর আলোচনায় অংশ নেন।

কনভেনশনে নেতৃবৃন্দ সংখ্যালঘু-আদিবাসী জনগোষ্ঠীর জন্যে বিদ্যমান চ্যালেঞ্জসমূহকে মোকাবিলা এবং তা বাস্তবায়নের জন্য ঐক্যমোর্চাভুক্ত সকল সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সমন্বয়ে একটি স্টিয়ারিং কমিটি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়।”

কনভেনশনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঐক্যমোর্চার যুগ্ম সমন্বয়ক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ। আলোচনায় অংশ নেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ড: নিম চন্দ্র ভৌমিক, যোসেফ সুধীন মণ্ডল, রঞ্জন কর্মকার; বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাংবাদিক সন্তোষ শর্মা; বাংলাদেশ বুড্ডিস্ট ফেডারেশনের সুনন্দপ্রিয় ভিক্ষু; বাংলাদেশ খ্রীস্টান এ্যাসোসিয়েশনের জেমস সুব্রত হাজরা; শ্রীশ্রী ভোলানন্দগিরি আশ্রম ট্রাস্টের এ্যাডভোকেট সুব্রত চৌধুরী; আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) ডা: বিমলা প্রসাদ দাস; অনুভব, বাংলাদেশ’র অতুল চন্দ্র মণ্ডল; বাংলাদেশ ঋষি পঞ্চায়েত ফোরামের রামানন্দ দাস; বাংলাদেশ সনাতন পার্টি’র অ্যাডভোকেট সুমন কুমার রায়; বাংলাদেশ রবিদাস ফোরামের চাঁদমোহন রবিদাস; মাইনোরিটি রাইটস ফোরামের অ্যাডভোকেট উৎপল বিশ্বাস; সংখ্যালঘু অধিকার আন্দোলনের সুস্মিতা কর; বাংলাদেশ মতুয়া মহাসংঘের সাগর সাধু ঠাকুর; বাংলাদেশ জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতির সোমনাথ দে; বাংলাদেশ হিন্দু লীগের শংকর সরকার; বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের পারদ লাল; বাংলাদেশ জাতীয় হিন্দু মহাসংঘের পীযূস দাস; বিশ্ব হিন্দু ফেডারেশনের রঘুপতি সেন; তেলেগু কলোনীর রাজ দাস; শ্রীকৃষ্ণ ভক্ত সেবাসংঘের শ্যামল রঞ্জন মণ্ডল; ভক্তসংঘ বাংলাদেশ’র যোগেশ মণ্ডল; সনাতন সংঘ বাংলাদেশ’র সাজু চৌধুরী; উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের অ্যাডভোকেট প্রভাত টুডু; বাংলাদেশ হিন্দু ঐক্য ফোরামের কে এস মজুমুদার খোকন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *