আমাদের ভারত, মেদিনীপুর, ৭ মে: দেশব্যাপী এই লকডাউনে গরিব খেটে খাওয়া মানুষের দুর্দশা দিনের পর দিন বেড়ে চলেছে। পরিচারিকাদের জীবনের নানাবিধ সমস্যা সমাধানের দাবিতে আজ রাজ্যব্যাপী নিম্নলিখিত দাবিগুলিকে সামনে রেখে দাবি দিবস পালিত হয়। দাবি দিবসে জেলা শাসক এবং মহকুমা শাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এছাড়া মেদিনীপুর শহর, খড়গপুর শহর, সবং এবং বেলদাতে অনলাইনে পোস্টার সহ বিক্ষোভ প্রদর্শন করা হয়। ঝাড়গ্রামেও অনুরূপ কর্মসূচি পালিত হয়েছে। সংগঠনের জেলা সম্পাদিকা জয়শ্রী চক্রবর্তী বলেন, লকডাউনের নিয়ম মেনে সব মিলিয়ে শতাধিক পরিচারিকা এই কর্মসূচিতে অংশ নেন।
তাদের দাবি গুলি হল –
১। রেশন কার্ড থাক না থাকা সমস্ত পরিচারিকাকে পর্যাপ্ত পরিমাণে নিত্য ব্যবহার্য দ্রব্য যথা চাল, ডাল, আটা, সবজি, ভোজ্য তেল, শিশু খাদ্য সামগ্রী, প্রোটিন দ্রব্য, সাবান, মাস্ক, স্যানিটাইজার, ঔষধপত্র ইত্যাদি জরুরি কালীন ভিত্তিতে সরবরাহ করতে হবে।
২। মাসিক ন্যূনতম পাঁচ হাজার টাকা অনুদান কমপক্ষে ছয়মাস পর্যন্ত দিতে হবে।
৩। প্রতিটি পরিচারিকা পরিবারকে ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে সরবরাহ করতে হবে।
৪। এই সময় সীমায় পরিচারিকাদের সবেতন ছুটি এবং পরবর্তী পর্যায়ে তাঁদের ঐ কাজ যাতে চলে না যায় তা সরকারের পক্ষ থেকে অবিলম্বে ঘোষণা করতে হবে।
৫। মদ ও মাদক দ্রব্য বিক্রয় কঠোরভাবে বন্ধ করতে হবে। ৬। সন্তানদের পঠন-পাঠন সামগ্রী বিনামূল্যে সরবরাহ করতে হবে।
৭। সমস্ত পরিচারিকাদের ‘প্রচেষ্টা প্রকল্প’এর অন্তর্ভুক্ত করতে হবে।