গরিব অসহায় পরিবারদের পাশে বনগাঁর ডেলিভারি বয়ের সদস্যরা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, বনগাঁ, ২৩ এপ্রিল: গরিব, দুঃস্থ ও অসহায় পরিবারদের পাশে দাঁড়াল উত্তর ২৪ পরগনার বনগাঁর সুইগি অনলাইন ডেলিভারি বয়ের সদস্যরা। বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ যশোর রোডের পাশে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রায় ৭০ জন অসহায় মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেয় তারা।

দিনের পর দিন বনগাঁর বিভিন্ন এলাকা ঘুরে খাবার বিলি করে এই যুবকরা। যদিও এর আগেও এই সদস্যরা হোটেলের বেঁচে যাওয়া খাবার ভবঘুরেদের খাওয়াতেন। এদিন বনগাঁর ৭০ জন অসহায় পরিবারদের হাতে চাল, ডাল, আটা, সহ রান্নার সামগ্রী তুলে দেয়।

সদস্যরা বলেন, লকডাউনের ফলে বিভিন্ন সমস্যা নিত্য দিনের সঙ্গী হয়ে দাঁড়িয়ে দিনমজু, ভ্যান চালক সহ দিন আনা দিন খাওয়া মানুষদের। এই মুহুর্তে আর্থিক দূরাবস্থায় ভুগছে তারা। লকডাউন উঠে গেলেও কবে কাজ পাবে সেই নিয়েও চিন্তিত পরিবারের সদস্যরা। তাই নিজেদের অর্থে এই খাদ্য সামগ্রী বিলি করলাম। এদিন এই ত্রাণ পেয়ে খুশি অসহায় মানুষগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *