দিল্লির হিংসার ছবি বিকৃত করে মুসলিমদের জেহাদের উস্কানি দিচ্ছে আইএস জঙ্গিরা

আমাদের ভারত,২৯ ফেব্রুয়ারি:দিল্লির হিংসার ছবি ও ভিডিও বিকৃত করে ব্যবহার করে ভারতের মুসলিমদের জেহাদের উস্কানি দিচ্ছে ইসলামিক স্টেটের জঙ্গিরা। তাদের উদ্দেশ্য মুসলিমদের অত্যাচারের কথা তুলে ধরে ভারতীয় মুসলিমদের জেহাদী তৈরি করা ও সারা দেশে সন্ত্রাসের জাল বিস্তার করা।

সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে জঙ্গিরা দিল্লি সংঘর্ষের ছবি বিকৃত করে ছড়িয়ে দিচ্ছে। সেই ছবির সঙ্গে থাকছে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য। তাতে বলা হচ্ছে ভারতের মুসলিমরা অত্যাচারিত তাই মুসলিমরা এক হোক।

মার্কিন গোয়েন্দা সংস্থা জঙ্গিগোষ্ঠীদের অনলাইন কার্যকলাপের ওপর নজর রেখে এই চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছে। দিল্লির দাঙ্গার বেশকিছু ছবি ও ভিডিও বিকৃত করে নেটদুনিয়া ছাড়িয়ে দেওয়া হচ্ছে বলে দাবি গোয়েন্দাদের।

দিল্লিতে সিএএ বিরোধি ও সমর্থকদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, তাতে এক ব্যক্তিকে মারধর করা হচ্ছে এমন একটি ছবি সংবাদ মাধ্যমে দেখা গেছে । এই ছবিটিকে সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল করা হচ্ছে এবং আইসিসির জঙ্গিরা এই ছবিটি দেখিয়ে বলতে চাইছে, ভারতে মুসলিমদের উপর অত্যাচার করা হচ্ছে। তারা লিখছে সব মুসলিমরা এক হও। যারা লড়াই করছে তারা অনুমতি পেয়েছে। আল্লাহ শক্তি দেবে। আমাদের ঈশ্বর আল্লা।

তবে উস্কানির এই পদ্ধতি নতুন নয়। এর আগেও বহুবার ভারতের অভ্যন্তরীণ অশান্তির ছবিকে হাতিয়ার করেছে আইএস মুসলিমদের একজোট করে অশান্তি পাকানোর চেষ্টা করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *