জয় লাহা, দুর্গাপুর, ১ আগস্ট: গভীর নিম্নচাপ। আর খারাপ আবহাওয়ার জেরে দিল্লি-দেওঘর ইন্ডিগো বিমান অন্ডাল বিমানবন্দরে অবতরণ করল। সোমবার বিকাল সাড়ে চার’টা নাগাদ ১০৪ জন যাত্রী নিয়ে নিরাপদে অবতরণ করে।
অবতরণের পর জেলা প্রশাসনের নির্দেশে যাত্রীদের জল, চা, কফি সহ সেবা করান অন্ডাল বিমান বন্দর কর্তৃপক্ষ বিএপিএল। ইন্ডিগো বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, এদিন সন্ধ্যা নাগাদ ইন্ডিগো বিমানটি পুনরায় দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। তবে তাতে ৪ জন যাত্রী ফেরত যায়। বাকি ৩৪ জন যাত্রী সড়ক পথে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেয়। এবং ৬৬ জন যাত্রী ক্যাব ও ব্যক্তিগত গাড়িতে রওনা দেয়। তবে বিএপিএল কর্তৃপক্ষের পরিষেবায় আপ্লুত যাত্রীরা।