আমাদের ভারত, ৫ নভেম্বর: টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্সকে ব্যাটিং করতে পাঠালো দিল্লি ক্যাপিটালস। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের উইকেট প্রসঙ্গে সাইমন ডাল ও মাবঙ্গা বলেছেন এদিনের উইকেট প্রাণবন্ত। উইকেটে কিছুটা ঘাস থাকায় পেসাররা বাড়তি সুবিধা পাবে। পেসের পাশাপাশি বাউন্সের বাড়তি সুবিধা পাবে তারা। তবে ব্যাটসম্যানদের জন্যও এই পিচ আদর্শ। তবে দ্বিতীয় ইনিংসে যারা ব্যাটিং করবে তারা কিছুটা হলেও শিশিরের সুবিধা পাবে। রাত যত বাড়বে মাঠে শিশির পড়ার সম্ভাবনা তত বেশি। শেষ ২৬টা ম্যাচের মধ্যে ২০ টা জয় এসেছে দ্বিতীয় ব্যাটিং করে। খুব কম করে ১৬০ রান এই মাঠে মোটামুটি ভালো রান।তবে ১৮০ থেকে ১৮৫ রান করলে দ্বিতীয় ইনিংসের ব্যাটসম্যানরা কিছুটা হলেও চাপে থাকবে।
প্রথম প্লে অফ ম্যাচে রোহিতের মুম্বই ইন্ডিয়ান্স দিল্লির শ্রেয়স আয়ারদের মুখোমুখি হচ্ছে।এই ম্যাচে জিতলেই সরাসরি ফাইনালে চলে যাবে একটা দল। যে দল হেরে যাবে সেই দল দ্বিতীয় ম্যাচের বিজয়ীদের সঙ্গে খেলবে।তবে এদিন রোহিতদের হারিয়ে প্রথমবার আই পি এল খেলার স্বপ্ন দেখছে রিকি পন্টিং এর ছেলেরা। অন্যদিকে শেষ ম্যাচে হায়দ্রাবাদের কাছে হেরে আর কোন ভুল করতে চায়না মুম্বই। বিশেষ করে রোহিত ফিটনেস বিতর্ক। এদিন রোহিত শর্মাও বড় রানের ইনিংস খেলে নিজেকে প্রমাণ করার একটা চেষ্টা করবে তাতে সন্দেহ নেই।