সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ১১ নভেম্বর: গতকাল দিল্লির বিস্ফোরণ কান্ড দুঃখজনক বলে গভীর দুঃখ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হন। এই সময় সাংবাদিকদের কাছে দিল্লির ঘটনা দুঃখ জনক বলে মন্তব্য করে তিনি বলেন, এই সময়ে শিক্ষার মাধ্যমে মানবিক মূল্যবোধ তৈরী বেশি জরুরি।
আজ বাঁকুড়ার রবীন্দ্রভবনে আয়োজিত বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত রাজ্যপাল সিভি আনন্দ বোসকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপক, শিক্ষক- শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকেও রাজ্যপালকে গার্ড অফ অনার প্রদান করা হয়। স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান ছাড়াও ডিলিট সম্মানে সম্মানিত করা হয় আবুল বাশার, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, দেবশঙ্কর হালদার ও ঝুলন গোস্বামীকে।

অপরদিকে রাজ্যপালের কর্মসূচিতে অপমানিত বোধ করে অনুষ্ঠান থেকে বেরিয়ে যান বাঁকুড়া জেলার তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীও সভাধিপতি অনুসূয়া রায়।অনুষ্ঠানস্থল থেকে বেড়িয়ে অরূপ চক্রবর্তী সংবাদমাধ্যমের কাছে বলেন, তিনি জমি দিয়েছিলেন বলেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয় তৈরী হয়েছে, অথচ তার নাম একটিবারের জন্য করা হয়নি, তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাঁকুড়া জেলা সভাধিপতির নাম ও রাজ্যপাল অনুষ্ঠানে উল্লেখ করেননি বলে তিনি অপমানিত বোধ করে অনুষ্ঠান মঞ্চ ছেড়ে বেরিয়ে যান।
এদিকে আজ বাঁকুড়া সার্কিট হাউসে মাননীয় রাজ্যপাল মহাশয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাঁকুড়া লোকসভার বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার।

