সাথী দাস, পুরুলিয়া, ২৮ ফেব্রুয়ারি: ভোটের পর পরই নিজের প্রচারের দেওয়াল লিখন মুছলেন পুরুলিয়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী দোলন ঘোষ। এছাড়া বিভিন্ন প্ল্যাকার্ড, হোর্ডিং, ফেস্টুন খুলে ফেললেন তিনি। শুধু তাই নয়, ওই দেওয়ালগুলিতে সুস্থ পরিবেশ গড়ে তুলতে ছোটদের জন্য বিভিন্ন কার্টুন চরিত্র ফুটিয়ে তোলারও উদ্যোগ নিলেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
পুরুলিয়া পুরসভা এলাকার পাড়ায় পাড়ায় বিভন্ন রাজনৈতিক দলের ভোট প্রচারের বিজ্ঞাপন ছেয়ে গেছে। মুখ ঢেকেছে পাড়ার চেনা রাস্তা। পরিবেশ দূষণকারী ওই সব উপাদান ধীরে বোজাবে নিকাশি ব্যবস্থা। প্রার্থী এবং রাজনৈতিক দলগুলির এই ব্যাপারে কোনও হেলদোল নেই। শুধু ফলাফলের হিসেবনিকেষ করতেই মশগুল এখন। ঠিক সেই আঙ্গিকে পাড়ার পরিচিত এবং নির্দল প্রার্থী দোলন ঘোষের ভূমিকা প্রসংশিত হচ্ছে সব মহলেই।

দোলন বলেন, “পুরসভার সবচেয়ে কাছে অবস্থিত হওয়া সত্বেও নোংরা থাকে এই ওয়ার্ড। আমি চাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমাদেরও পুরসভাকে সহযোগিতা করা উচিত। আর আমার ভোট প্রচারের দেওয়ালগুলিতে জনসচেতনতামূলক বার্তার সঙ্গে সঙ্গে ছোটদের জন্য জনপ্রিয় কার্টুন চরিত্র আঁকা হবে।”
ওই ওয়ার্ডের মুনসেফ ডাঙার বাসিন্দা বুবাই চক্রবর্তী বলেন, “ভোটে কে জিতবে বা পরাজিত হবেন তা পরের ব্যাপার। প্রথম রাউন্ডে ওই নির্দল প্রার্থী দোলন ঘোষ প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে দিয়েছেন।”

