মণিপুরে ভূমিধসে প্রাণ হারানো সেনাদের পরিবারের সঙ্গে দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, দিলেন ৭ লক্ষ টাকার চেক

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৮ আগস্ট: মণিপুরে ভূমিধসে মৃত পাহাড়ের সেনাবাহিনীর পরিবারের সঙ্গে দেখা করলেন দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার তিনি শিলিগুড়ির ব্যাঙডুবি সেনাছাউনিতে এসে ওই পরিবারের সঙ্গে দেখা করেন। শুধু তাই নয় পরিবারের সদস্যদের হাতে ৭ লক্ষ টাকার চেক তুলে দেন। গোটা অনুষ্ঠানে তিনি গোর্খাদের ভুয়সী প্রশংসাও করেন।

রাজনাথ সিং বলেন, “গোর্খারা কোনওদিন মৃত্যুকে ভয় পায় না। তারা দেশের জন্য প্রাণ দিতে পিছপা হন না।” মণিপুরে ভূমিধসে দার্জিলিং ও সিকিম মিলিয়ে ১৯জন সেনা প্রাণ হারিয়েছেন। তাদের পরিবারের সঙ্গেই এদিন দেখা করলেন প্রতিরক্ষামন্ত্রী। যদিও দার্জিলিংয়ে নিহত সেনাবাহিনীর পরিবারকে ইতিমধ্যেই ২লক্ষ টাকা সহ হোমগার্ডের চাকরি দিয়েছে রাজ্য সরকার। এদিন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ব্যাঙডুবি সেনাছাউনিতে ওই পরিবারদের সঙ্গে দেখা করেন। মৃত সেনাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেন। তিনি তাদের আশ্বাস দেন যে কোনও প্রয়োজনে তাকে জানাতে। তাদের সবরকম সহযোগিতা করবে কেন্দ্র সরকার।

তবে এদিনের অনুষ্ঠানে গোর্খাদের প্রশংশায় পঞ্চমুখ হয়ে ওঠেন প্রতিরক্ষামন্ত্রী। দেশকে কিভাবে শত্রুদের থেকে আগলে রাখে গোর্খারা তাও তিনি বক্তব্যে বলেন। পরে অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, “টাকা দিয়ে সহযোগিতা করা যায় কিন্তু কোনও মৃত্যুর দাম দেওয়া যায় না। যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন তারা তো চির অমর। আমরা তাদের পরিবারের পাশে রয়েছি সবসময়। সবরকম সহযোগিতা তাদের করা হবে। এদিন ৭লক্ষ টাকা দেওয়া হলেও তাদের আরও ক্ষতিপূরণ দেওয়া হবে। সবমিলিয়ে প্রায় ১কোটি ৫২লক্ষ টাকা তারা পাবে।”

অন্যদিকে মৃত সেনা বিশাল ছেত্রীর স্ত্রী করিশমা ছেত্রী বলেন, “আমরা বলেছি আমাদের একটা করে স্থায়ী সরকারি চাকরি লাগবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *