ত্রাতা কোহলি, পাকিস্তানের সামনে লক্ষ্যমাত্রা ১৫২

আমাদের ভারত, ২৪ অক্টোবর :
প্রথম ওভারের চতুর্থ বলেই শাহিন আফ্রিদির বলে শূন্য রানে এল বি ডাব্লিউ হয়ে ফিরে যায় রোহিত শর্মা। দ্বিতীয় ওভারের প্রথম বলে ফের আফ্রিদির বলে ফিরে যায় অপর ওপেনার লোকেশ রাহুল। ভারতের রান তখন ৬ রান ২ উইকেটের বিনিময়ে। ক্রিজে তখন অধিনায়ক বিরাট কোহলি ও সূর্য কুমার যাদব। দলের ৩১ রানের মাথায় ব্যক্তিগত ১১ রানের মাথায় ফিরে যায় সূর্য কুমার। উইকেট কিপার ঋষভ পন্থ।

টি-২০ বিশ্বকাপে গত ১৪ বছরে যে পাঁচবার পাকিস্তানের বিরুদ্ধে খেলে পাঁচবারই ভারত জেতে। সেই পাঁচবারের মধ্যে তিনবার খেলে বিরাট কোহলি। কিন্তু পাকিস্তানের বোলারেরা একবারও কোহলিকে আউট করতে পারেনি। ফলে এদিন কোহলিকে নিয়ে একটা চাপ ছিল বাবর আজমদের। এদিনও কিন্তু কোহলির হাত ধরেই ১৫২ রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিল ভারত। ১৮.৪ ওভারে দলের ১৩৩ রানের মাথায় কোহলি ফিরে যায়। কোহলির নামের পাশে তখন লেখা ৫৭ রান। এদিন কোহলির পাশে উজ্জ্বল ভূমিকা নেয় উইকেট কিপার পন্থও। ৩০ বলে ৩৯ রানের ইনিংসে ছিল দুটো চার ও দুটো ছয়।

এদিন পাকিস্তানের সফল বোলার বাঁহাতি পেসার শাহিন আফ্রিদি চার ওভারে ৩১ রান দিয়ে গুরুত্বপূর্ণ তিনটে উইকেট তুলে নেন তিনি। কোহলি ব্রিগেড এখন তাকিয়ে বুমরা, শামি, ভুবনেশ্বর কুমারদের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *