পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২৭ জুলাই: গত ২৫ জুলাই রাত দশটা নাগাদ মেচেদা স্টেশনের ফুট ওভারব্রিজে দুষ্কৃতকারীর দ্বারা এক কলেজ ছাত্রীর শ্লীলতাহানি ঘটে। তার মা বাধা দিতে গেলে তিনিও আক্রান্ত হন। এই ঘটনার প্রতিবাদ, রেলযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিতকরণ, ফুট ওভারব্রিজে দ্রুত সিসি ক্যামেরা লাগানো, দোষী ব্যক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ এসইউসিআই (কমিউনিস্ট) দলের মেচেদা লোকাল কমিটির পক্ষ থেকে মেচেদা স্টেশনের স্টেশন ম্যানেজার, আরপিএফের ওসি ও জিআরপি ‘র মেচেদা শাখার ইনচার্জের মাধ্যমে
জিআরপিএফ- এর পাঁশকুড়ার, ওসি’র কাছে ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেওয়া হয়। ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন এসইউসিআই মেচেদা লোকাল কমিটির সম্পাদক সুব্রত দাস, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য নারায়ণ চন্দ্র নায়ক, চিন্ময় ঘোড়াই, জেলা কমিটির সদস্য স্বপন জানা ও অন্যান্য নেতৃবৃন্দ।
পরে নারায়ণবাবুরা আতঙ্কিত কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে ছাত্রী সহ তার মায়ের সঙ্গে কথা বলে সমবেদনা জানান। ওই ঘটনার প্রতিবাদে বিকেলে ছাত্র সংগঠন এআইডিএসও এবং মহিলা সংগঠন এআইএমএসএস- এর পক্ষ থেকে মেচেদা এলাকায় বিক্ষোভ মিছিল ও পথসভা করে দোষী ব্যাক্তিকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে।
নেতৃত্বরা অভিযোগ করেন, মেচেদা স্টেশন পূর্ব মেদিনীপুরে জেলার গেটওয়ে। প্রতিদিন হাজার হাজার মানুষ সকাল থেকে সারা রাত যাতায়াত করে। অথচ এই স্টেশনে যাত্রী নিরাপত্তা থাকছে না। কলেজ ছাত্রীর শ্লীলতাহানির এই ঘটনা অত্যন্ত দুঃখজনক।
জিআরপিএফ এবং আরপিএফ- এর গাফিলতির জন্য এ ধরনের ঘটনা ঘটতে পারল। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত হয়, সে বিষয়ে এসইউসিআই (কমিউনিস্ট)- এর আন্দোলন চলবে। প্রয়োজনে রেল অবরোধ করা হবে।