আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৩ ফেব্রুয়ারি: বাম ছাত্র-যুব এর ডাকে নবান্ন অভিযানে গিয়ে নিখোঁজ বাম কর্মী দীপক পাঁজা। সিপিএম এবং পরিবার সূত্রে জানা গেছে, ১১ তারিখ বাম সংগঠন বাম ছাত্র-যুব এর ডাকা নবান্ন অভিযানে গিয়েই নিখোঁজ হন পাঁশকুড়া থানার বাহারপোতা গ্রামের বাসিন্দা দীপক পাঁজা।
পরিবার সূত্রে খবর, প্রতিবেশী অন্য বাম কর্মীদের সাথে হাওড়ার উদ্দেশ্যে গেলেও পুলিশের লাঠিচার্জের পর থেকে নিখোঁজ হয়ে যান দীপক পাঁজা। যদিও পুরো ঘটনার জন্য রাজ্যের শাসক দল এবং পুলিশকে দায়ী করেছেন পাঁশকুড়া পূর্বের বিধায়ক ইব্রাহিম আলী। পরিবারের তরফে এই মর্মে পাঁশকুড়া থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করা হয়েছে। সিপিএমের পক্ষ থেকে হাওড়া শিবপুর থানায় এই বিষয়ে খোঁজ খবর করার জন্য যাচ্ছে একটি প্রতিনিধিদল।
এই ব্যাপারে স্ত্রী সরস্বতী পাঁজা বলেন, গত বৃহস্পতিবার সকাল ৯টার সময় কলকাতা যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যায় তার স্বামী। সন্ধ্যেয় প্রতিবেশীরা জানায়, ওনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশের লাঠিচার্জের সময় থেকেই সঙ্গীদের কাছ ছাড়া হয়ে যান দীপক পাঁজা। এরপর থেকেই দীপকের কোনও খোঁজ পাওয়া যায়নি বা তিনি বাড়ি ফিরে আসেননি। স্ত্রীর কাতর আর্জি পড়াশোনা জানেন না তার স্বামী তাই পুলিশ যদি ওনার স্বামীকে খুঁজতে সাহায্য করেন। কোথায় আছেন? কি অবস্থায় আছেন? তাই নিয়ে গভীর চিন্তায় সরস্বতী দেবী। যদিও এই নিখোঁজ হওয়ার পেছনে পুলিশ ও তৃণমূল দায়ী বলেই অভিযোগ করেন বিধায়ক ইব্রাহিম আলী। এই বিষয়ে হাওড়া শিবপুর থানা ও কলকাতার নিউ মার্কেট থানায় বাম ফ্রন্টের প্রতিনিধি দল গিয়ে দীপক বাজার নিখোঁজের অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন তিনি।