অশোক সেনগুপ্ত
আমাদের ভারত, ১৬ ডিসেম্বর: ১৯৭১সালের ১৬ ডিসেম্বর স্মরণে বীর শহীদদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানালেন ‘বীর মুক্তিযোদ্ধার সন্তান’ শরীফ উদ্দীন অনিম।
শুক্রবার তিনি সামাজিক মাধ্যমে জানান, “দখলদার পাকিস্তানি বাহিনীকে পরাস্ত করে বিজয় অর্জন করে বাংলাদেশ। যেসব কীর্তিমান মানুষের আত্মত্যাগে এই বিজয় সম্ভব হয়েছিল, বিজয়ের দিনে তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। যেসব বীর মুক্তিযোদ্ধা নয় মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্য দিয়ে এ বিজয়কে অনিবার্য করে তুলেছিলেন, তাঁদের প্রতি জানাই সশ্রদ্ধ অভিবাদন।
পৃথিবীর সব স্বাধীন দেশের স্বাধীনতা দিবস থাকলেও বিজয় দিবস থাকে না। বাংলাদেশ সেই বিরল সৌভাগ্যের অধিকারী দেশ, যেটি ২৪ বছরের রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের পর রণাঙ্গনে শত্রুকে পরাজিত করে বিজয় অর্জন করেছে।
মহান বিজয় দিবসের শুভেচ্ছা, মহান স্বাধীনতার স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও চার জাতীয় নেতা সহ শ্রদ্ধা জানাচ্ছি ৩০-লাখ শহিদ এবং ২-লাখ নির্যাতিত মা বোনের প্রতি। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সশ্রদ্ধ সালাম। যাদের পরম আত্নত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীনতা, সকল বীর শহীদদের প্রতি রইলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা।“

