আমাদের ভারত, ৮ ডিসেম্বর: শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল পাঁচটায় ওই বৈঠক হওয়ার কথা। কিন্তু সেই বৈঠকের আগে আবারোও একবার ডিসেম্বর ডেডলাইনের হুঁশিয়ারি শোনা গেল বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর মুখে। এবার একেবারে দিনেরও উল্লেখ করে দিলেন বিরোধী দলনেতা।
ডিসেম্বরে কি হতে চলেছে? শীত কাঁপার কথা ভুলে রাজ্যবাসী এখন এই জল্পনাতেই মশগুল। সাংবাদিকরা এই নিয়ে বারংবার প্রশ্ন করলেও বিজেপি নেতৃত্ব বলেছেন একটু অপেক্ষা করুন। কিন্তু আজ শুভেন্দু অধিকারী আরোও একধাপ এগোলেন, বললেন ডিসেম্বরের ১২, ১৪, ২১ এই তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওয়েট এন্ড ওয়াচ।
জানা গেছে, আগামী ১২ই ডিসেম্বর হাজরা থেকে মিছিল করতে চলেছে বিজেপি। আর ২১ ডিসেম্বর কাঁথিতে সভা করবেন শুভেন্দু অধিকারী। তাহলে বাকি থাকল ১৪। কি হবে ওই দিন?
এদিকে আজ কলকাতা হাইকোর্টে বড়সড় স্বস্তি পেয়েছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে করা সব এফআইআরের উপর স্থগিতাদেশ দিয়েছে আদালত। বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে আপাতত হাইকোর্টে মামলার নিষ্পতি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বহাল থাকবে। তবে সিবিআই তদন্ত করবে কিনা হাইকোর্ট সেই সিদ্ধান্ত পরে জানাবে।