কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২১ আগস্ট:
লকডাউনে সাংসদ দেবের উদ্যোগে ঘাটাল মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়দের রান্না করা খাবার বিতরণ করা চলছে। রাজ্য সরকারের ঘোষিত লকডাউনের দিনগুলিতে রান্না করা খাবার বিতরণ করার ব্যবস্থা করেছেন সাংসদ দীপক অধিকারী।
শুক্রবার লকডাউনের জেরে সমস্ত দোকান বন্ধ। তাই ঘাটাল মহকুমা হাসপাতালের রোগীদের পরিজনদের দু’বেলা খাবারের ব্যবস্থা করেছেন সাংসদ দেব। মার্চ মাস থেকেই সাংসদ দীপক অধিকারীর উদ্যোগে ঘাটাল লোকসভার অনেক জায়গাতেই রান্না করা খাবার বিলি করেছেন সাংসদ প্রতিনিধি রাম মান্না। তিনি বলেন, সাংসদ দীপক অধিকারীর নির্দেশে লকডাউনের দিনগুলিতে খাবার বিতরণ করা হয়। যাতে হাসপাতালে আসা রোগীর পরিজনরা দুবেলা খাবার পায় তার জন্য এই ব্যবস্থা।