পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৮ সেপ্টেম্বর: বাঁধ উপচে জল ঢুকছে গ্রামে। কাঁসাই নদীর জলে প্লাবিত হচ্ছে বিঘার পর বিঘা জমি। যোগাযোগ বিচ্ছিন্ন হতে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের লোয়াদা এবং ভবানীপুর এলাকায়। জল ঢুকে ক্ষতিগ্রস্ত কৃষিজমি। এমনকী লোকালয়েও বন্যার জল ঢুকতে শুরু করেছে। ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন এলাকার বাসিন্দারা।
জানা গিয়েছে, গতকাল মধ্যরাতে হঠাৎই ডেবরা ব্লকের লোয়াদা সদর ঘাট এলাকায় কাঁসাই নদীর বাঁধ উপচে ভবানীপুর এবং লোয়াদা গ্রামে জল ঢুকতে শুরু করেছে। গভীর রাতে বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় গ্রামবাসী ও প্রশাসন। এই পরিস্থিতিতে ইতিমধ্যে ঘরবাড়ি ছাড়তে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। বেশ কিছু এলাকায় মাটির বাড়ি পড়ে গিয়েছে বলে খবর। এলাকা পরিদর্শনে যান ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর, পূর্ত কর্মাধ্যক্ষ শীতের ধাড়া সহ প্রশাসনের আধিকারিকরা।
এ ব্যাপারে বিধায়ক জানিয়েছেন, লোয়াদা এলাকায় নদীর জল ঢুকতে শুরু করেছে, যার কারণে বেশ কিছু বাড়ি ভেঙ্গে পড়েছে। প্রশাসনের সঙ্গে কথা বলা হয়েছে। পঞ্চায়েত অফিসে ত্রাণ শিবির খোলার ব্যবস্থা করা হচ্ছে প্রশাসনের তরফে।