জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৫ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদে তৃণমূল মুখপাত্রের নিয়োগকে কেন্দ্র করে স্বজনপোষণের অভিযোগ তুলেছে বিজেপি। জেলা পরিষদে যাদের চাকরি দেওয়া হয়েছে তাদের মধ্যে রয়েছে জেলা মুখপাত্র সান্তনু
ভুঁইঞা। তিনি তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতির ঘনিষ্ঠ বলে পরিচিত। বিজেপির এই অভিযোগ খারিজ করে জেলা পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কর্মী নিয়োগে দুর্নীতি নেই। নিয়ম মেনেই যোগ্যতা অনুসারে কর্মপ্রার্থীদের চাকরি দেওয়া হয়েছে।
কিছুদিন আগে এলডিএ পদে সাতজন লোক নেওয়া হয়। এদের মধ্যে কাজে যোগ দিয়েছেন চারজন। মেদিনীপুর পৌরসভার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল ২০১৬ সালে। তখন লিখিত পরীক্ষা হওয়ার পর মাঝখানে চার বছর আর কোনও সাড়াশব্দ ছিল না। ২০২০ সালে মৌখিক পরীক্ষা হয়। তাতে উত্তীর্ণ হয় সাত জন। এদের মধ্যে তৃণমূলের জেলা মুখপাত্র শান্তনু রয়েছেন। নিয়োগ বিতর্ক নিয়ে তিনি অবশ্য কোনও কিছু বলতে চাননি।
বিজেপির জেলা সভাপতি শমিত দাস বলেন, প্রায় সব নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি রয়েছে। মেদিনীপুর পৌরসভার নিয়োগেও স্বচ্ছতা বজায় রাখা হয়নি। জেলা পরিষদের সহ সভাধিপতি তথা জেলা তৃণমূলের সভাপতি অজিত মাইতি অবশ্য জানিয়েছেন, স্বচ্ছতা বজায় রেখে এবং নিয়ম মেনেই কর্মী নিয়োগ হয়েছে।