কার্নিভ্যালের গুরুত্ব বোঝাতে গিয়ে নেটনাগরিকদের তোপের মুখে দেবাংশু 

আমাদের ভারত, ৮ অক্টোবর: “মমতা সরকার বাংলাকে এগিয়ে নিয়ে যাচ্ছে।’’ এই মন্তব্যে কার্নিভ্যালের প্রয়োজনীয়তা বোঝাতে গিয়ে নেটনাগরিকদের তোপের মুখে পড়লেন তৃণমূল নেতা দেবাংশু  ভট্টাচার্য।

বিরোধীদের নানা মতের মধ্যেই দুর্গাপুজোর কার্নিভ্যালের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রাজ্যে। এসএসসি চাকরিপ্রার্থীদের একদিনের জন্য রেড রোড থেকে সরে যাওয়ার আবেদন জানানো হয়েছিল শুক্রবার। বিষয়টি নিয়ে বেশ হইচই চলেছে। এরই মাঝে দুর্গাপুজো কার্নিভ্যালের প্রয়োজনীয়তা বোঝালেন দেবাংশু ভট্টাচার্য। সামাজিক মাধ্যমে বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রথম ৩০ মিনিটে লাইক, মন্তব্য ও শেয়ারের সংখ্যা হয়েছে যথাক্রমে ১ হাজার ১০০, ৩০১ ও ২। মন্তব্যের প্রতিটিতেই সমালোচিত হয়েছেন দেবাংশু।

প্রতিক্রিয়ায় সুদীপ কুমার বসু লিখেছেন, “হ্যাঁ, সেটাতো পার্থ, অনুব্রতদের দেখে খুব ভালো করেই বোঝা যাচ্ছে।” বিবি চ্যাটার্জি লিখেছেন, “হাসবো না কাঁদবো বুঝতে পারছি না।“ পরিতোষ হাজরা লিখেছেন, “চাকরি প্রার্থীদের একটু দেখলেই সেটা বোঝা যাচ্ছে।“ নাসিম আক্তার লিখেছেন, “এ অকালপক্ক।“

বিশ্বজিৎ বিশ্বাস লিখেছেন, “কোন পথে নিয়ে যাচ্ছে, ধ্বংস পথে ছাড়া আর অন্য কোনো পথ দেখছি নাতো সামনে।“ অরবিন্দ ঘোষ লিখেছেন, “দেবাংশু, তোমার যা যোগ্যতা তা দিয়ে কোনও দিনই কিছু করতে পারবে না। চিরকাল চটিচাটার সুযোগ পাবে না তাই এখন নিজেরটা ঠিক মতো গুছিয়ে নাও যেমন পার্থ, অনুব্রত গুছিয়েছে।”

মৃণাল পাল লিখেছেন, “নির্লজ্জ সরকার নিজেদের দুর্নীতি, প্রশাসনিক ব্যর্থতা ঢাকতে শুধু উৎসব, খেলা ও মেলা করিয়ে রাজ্যের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে রাখতে চায়। সরকারি স্কুলে শিক্ষক নেই, হাসপাতালগুলোতে ডাক্তার নেই, ওষুধ নেই, তরুণ প্রজন্মের চাকরি নেই, ন্যূনতম পরিষেবার জন্য সরকারের কাছে পয়সা থাকে না অথচ মেলা মোচ্ছব চলছে সমানে। রাজ্যে শিল্প কলকারখানা আনার কোনো সৎ প্রচেষ্টাই নেই। দুর্নীতির শিকার হাজার হাজার ছেলেমেয়ে গত দুবছর ধরে পথে ঘাটে ধর্না দিচ্ছে সরকারের তাতে কোনো হেলদোল নেই।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *