Dev, Sukanta, দলের হয়ে প্রচারে এসে তৃণমূলের মঞ্চ থেকেই প্রতিপক্ষ বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে পছন্দের মানুষ বলে শুভেচ্ছা জানালেন দেব

আমাদের ভারত, ২৩ এপ্রিল: একদিকে তিনি নিজে তৃণমূলের প্রার্থী, আবার দলের তারকা প্রচারকও। দলের প্রার্থীর হয়ে ভোট প্রচার করতে আজ বালুরঘাট কেন্দ্রে এসেছেন সুপারস্টার দেব। আজ কুশমন্ডির জনসভার মঞ্চ থেকে দলের প্রার্থীর হয়ে প্রচার করার সাথে সাথে বিরোধী প্রার্থীর সম্পর্কেও তার মুখে একাধিক প্রশংসাসূচক মন্তব্য শোনা গিয়েছে। যাকে ঘিরে রাজ্য রাজনীতিতে গুঞ্জন শুরু হয়েছে।

তিনি তৃণমূলের সাংসদ। কিন্তু তৃণমূলের অন্য নেতা নেত্রীদের থেকে তিনি আলাদা। আর বার বার সেটা নিজের কাজ দিয়ে প্রমাণ করেছেন দীপক অধিকারী ওরফে টালিগঞ্জের নায়ক দেব। এর আগে রাম নবমীর দিন তাকে প্রকাশ্যে জয় শ্রীরাম ধ্বনি দিতে শোনা গিয়েছিল। যা নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে যায়। এরপর আবার মঙ্গলবার বালুরঘাটে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে এসে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের প্রশংসা করলেন, তাও আবার তৃণমূলের ভোটপ্রচারের মঞ্চ থেকেই। দেবকে বলতে শোনা গেছে,‌ “আমার অনেক বন্ধু-বান্ধব আছে, যারা বিজেপিতে আছে। তাদের মধ্যে অন্যতম একটা নাম হচ্ছে সুকান্ত দা। আমার অত্যন্ত প্রিয় মানুষ। সুকান্তদাকে শুভেচ্ছা। রাজনীতির ময়দানে যেই জিতুক না কেন, আমার মনে হয় মানুষ যাকে ভালবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে তারই যেন জয় হয়।”

বালুরঘাট কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্রের হয়ে প্রচার করতে এসে সুকান্ত মজুমদারকে দেবের শুভেচ্ছা জানানোর ঘটনাকে রাজনৈতিক মহলের একাংশ সহজ ভাবে নিতে নারাজ। কারণ এক দলের নেতার সঙ্গে অন্য দলের নেতার সুসম্পর্ক থাকলেও ভোট প্রচারের মঞ্চে সেই সম্পর্ক উঠে আসে না। এক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে।

যদিও উত্তরবঙ্গের অন্যান্য ভোট প্রচারের মঞ্চ থেকে দেব আহ্বন জানিয়েছেন, ধর্ম নয় নির্বাচন হোক উন্নয়নের নামে। ধর্মের নামে নয়, কাজের ভিত্তিতে ভোট দান করা উচিত বলে সাধারণ মানুষকে বার্তা দিয়েছেন তিনি।

ভোটের ময়দানে একে অপরের সম্পর্কে যখন অনেকেই মন্দ ভাষা ব্যবহার করছেন, সেখানে কাউকে খারাপ কথা বলার পক্ষপাতি নন বলে সভার শুরুতেই জানিয়ে দেন দেব। সুকান্ত মজুমদারকে যে তিনি পছন্দ করেন সেটা একেবারে স্পষ্ট করেই তিনি বলেন। শুভেচ্ছাও জানান তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *