জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১২ সেপ্টেম্বর: পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা সংক্রমণে মৃতের সংখ্যা সেঞ্চুরি ছুঁয়ে ফেলেছে বলে শুক্রবার রাতে জেলা স্বাস্থ্য ভবন প্রকাশিত রিপোর্টে জানাগেছে। গত ৩১ আগস্ট পর্যন্ত জেলায় মৃতের সংখ্যা ছিল ৬৬। এ মাসে এগারো দিনে ৩৪ জনের মৃত্যু হওয়ায় সংখ্যাটি দাঁড়িয়েছে একশোতে।
জানা গেছে, গত বাহাত্তর ঘণ্টায় শুধুমাত্র শালবনি কোভিড হাসপাতলেই মৃত্যু হয়েছে ১০ জনের। এবং এই নিয়ে ওই হাসপাতলে মোট ৪০ জনের মৃত্যু হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিমাই চন্দ্র মন্ডল জানিয়েছেন, করোনা হাসপাতালগুলিতে পরিকাঠামো মোটামুটি ঠিকই রয়েছে। রোগীদের হঠাৎ করে অক্সিজেনের ঘাটতি ও শ্বাসকষ্ট দেখা দেওয়ায় কিছুটা সমস্যা দেখা দিচ্ছে। তবে সব দিক দিয়ে রোগীদের ভালো করে তোলার সবরকম চেষ্টা করা হচ্ছে।