স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৪ ফেব্রুয়ারি: বিজেপি নেতাকে ফোনে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার শাসক শিবিরের।
উল্লেখ্য, বিজেপির মাইনোরিটি মোর্চার জেলা সম্পাদক ও রায়গঞ্জ ব্লকের বাহিন গ্রাম পঞ্চায়েতের শঙ্করপুরের বাসিন্দা আব্দুর রউফের অভিযোগ, বেশ কিছুদিন ধরে তাকে একটি অচেনা নম্বর থেকে ফোন করে বার বার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার জন্য নানাভাবে চাপ ও হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এমনকি দল বদল না করলে তাকে গুলি করে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। শুধু তাই নয়, এলাকায় বিজেপির কোনো কর্মসূচি থাকলে সেখানে বোমা মারার হুমকিও দেওয়া হয়।
এদিকে এনিয়ে আতঙ্কিত ওই বিজেপি নেতা রায়গঞ্জ সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার পাশাপাশি বিজেপির জেলা সহ সভাপতি নিমাই কবিরাজ এনিয়ে পূর্ণাঙ্গ তদন্তের দাবি তুলে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন।
অন্যদিকে তৃণমূল নেতা অরিন্দম সরকার অবশ্য প্রশাসন তদন্ত করবে এবং শাসক দলের সঙ্গে দুস্কৃতিদের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন। তবে এনিয়ে পঞ্চায়েতের আগে জেলার রাজনৈতিক আবহাওয়া যে ক্রমেই উত্তপ্ত হচ্ছে তা স্পষ্ট।