আমাদের ভারত, ১৮ মার্চ:দ্য কাশ্মীর ফাইলস ছবি নিয়ে গোটা দেশ এখন উন্মত্ত। এই ছবি নিয়ে নানা মহলে নানা কথা নানা বিতর্ক এখন তুঙ্গে। বেশিরভাগ মানুষই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর ছবির প্রশংসা করেছেন। তবে দ্য কাশ্মীর ফাইলস নিয়ে বিরোধিতাও রয়েছে। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর হওয়া অত্যাচার ও তাদের ভূস্বর্গ ছেড়ে যাওয়ার ঘটনার প্রেক্ষাপটেই এই ছবি তৈরি। প্রথম থেকেই বিতর্ক তৈরি হয়েছে এই ছবিকে নিয়ে।খবর পাওয়া যাচ্ছে এই ছবির মুক্তির পর থেকেই পরিচালক বিবেক অগ্নিহোত্রীর শত্রু সংখ্যা বৃদ্ধি পেয়েছে। এমনকি প্রাণহানির আশঙ্কা রয়েছে পরিচালকের।
ফিল্ম সমালোচকেরা বলেছেন এখনো পর্যন্ত বলিউডে এমন ছবি তৈরি হয়নি। ছবির মুক্তির পর থেকেই সরগরম ভারতীয় রাজনীতি। ছবির প্রশংসায় পঞ্চমুখ দেশের শাসক দল। ভূয়শী প্রশংসা করেছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। কিন্তু খবর পাওয়া যাচ্ছে এই ছবির মুক্তির পর থেকেই পরিচালক বিবেক অগ্নিহোত্রী হুমকির মুখে পড়েছেন। প্রাণহানির আশঙ্কা রয়েছে পরিচালকের। সেই কারণেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিবেক অগ্নিহোত্রীকে ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে। গুঞ্জনে শোনা গেছে এই ছবির মুক্তির পর থেকেই হুমকির ফোন পেয়েছেন পরিচালক। যদিও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেননি বিবেক।
গত শুক্রবার দ্য কাশ্মীর ফাইলস মুক্তি পেয়েছে। ইতিমধ্যে বক্স অফিসে সাড়া ফেলেছে ছবিটি। পাশাপাশি বিবেক পরিচালিত ছবিটি দেখে সিনেমার ভূয়শী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ একাধিক বিজেপি নেতা মন্ত্রীরা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে ছবিটির কর মুকুব করা হয়েছে। মধ্যপ্রদেশ সরকার বলেছে সে রাজ্যের পুলিশকর্মীরা দ্য কাশ্মীর ফাইলস ছবিটি দেখতে চাইলে সরকার বিশেষ ছুটি মঞ্জুর করবে। প্রধানমন্ত্রী ছবিটি প্রশংসা করে বলেছেন কাশ্মীরের ঐতিহাসিক গুরুত্বের কারণে ছবি সকলের দেখা উচিত। অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ছবিটি দেখে উচ্ছ্বসিত প্রশংসা করেন এবং ছবিটি দেখার জন্য তার রাজ্যের সরকারি কর্মচারীদের অর্ধ দিবসের সবেতন ছুটি ঘোষণা করেন।