জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ আগস্ট:
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানা এলাকার রামজীবনপুর মন্ডলের সভাপতি নন্দ নিয়োগীকে প্রাণনাশের চিঠি দেওয়া হয়েছে বলে অভিযোগ। নন্দবাবু স্থানীয় রামজীবনপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছে। শনিবার ওই ঘটনাকে কেন্দ্র করে রামজীবনপুর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিজেপির মণ্ডল সভাপতি নন্দ নিয়োগী অভিযোগ করে বলেন, এলাকায় সন্ত্রাসের বাতাবরণ সৃষ্টি করার জন্য সুপরিকল্পিতভাবে তাকে প্রাণনাশের চিঠি দিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর নেতৃত্বের পক্ষ থেকে বিজেপি নেতা নন্দ নিয়োগীর অভিযোগ অস্বীকার করা হয়েছে। তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে প্রচারের আলোয় আসার জন্য ওই বিজেপি নেতা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে। ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয়। ওই ঘটনা কারা ঘটিয়েছে তা পুলিশ তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

