কোরোনার থাবায় মৃত্যু ফলতার তৃণমূল বিধায়কের

আমাদের ভারত, ফলতা, ২৪ জুন: কোভিড ১৯–এ আক্রান্ত হয়ে মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক তমনাশ ঘোষের। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। গত এক মাস ধরে তিনি এই হাসপাতালে ভর্তি ছিলেন। এই ঘটনায় পশ্চিমবঙ্গের প্রথম কোনও বিধায়ক এই প্রথম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলেন।

গত ২৪ শে মে থেকেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। তিনবারের জয়ী বিধায়ক ছিলেন তমনাশ। দক্ষিণ ২৪ পরগনার ফলতায় তৃণমূলের সংগঠনের মূল দায়িত্ব ছিল তাঁর উপর। গত বেশ কিছুদিন ধরে কলকাতায় পরিবারের সাথেই বসবাস করতেন তিনি। সেখান থেকেই অসুস্থ হওয়ায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গত তিনদিন ধরে ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁর শরীরের একাধিক অঙ্গ প্রত্যঙ্গ কাজ করছিল না বলেই হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছে। অবশেষে আজ সকালে তাঁর মৃত্যু হয়। এই তৃণমূল বিধায়কের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দোপাধ্যায়। তমনাশের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *