আমাদের ভারত, ২৭ সেপ্টেম্বর: বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায় প্রয়াত হলেন। মুখ্যমন্ত্রী এ ব্যাপারে তাঁর শোকবার্তা দিয়েছেন।
রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর মুখ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে বুধবার বিকেলে জানিয়েছে, “বিশিষ্ট সিনেমাটোগ্রাফার সৌমেন্দু রায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৯০ বছর।
প্রবাদপ্রতিম চিত্রপরিচালক সত্যজিৎ রায়ের সঙ্গে সৌমেন্দু রায় দীর্ঘদিন কাজ করেছেন। তিনি তিন কন্যা, রবীন্দ্রনাথ ঠাকুর, পথের পাঁচালী, অশনি সংকেত, অরণ্যের দিনরাত্রি, গুপি গাইন বাঘা বাইন ইত্যাদি ছবিতে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সৌমেন্দু রায় চিত্রপরিচালক তপন সিংহ, তরুণ মজুমদার, বুদ্ধদেব দাশগুপ্ত, এম এস সথ্যু প্রমুখের ছবিতেও কাজ করেছেন। তিনি রূপকলা কেন্দ্রের উপদেষ্টা ছিলেন।
পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১২ সালে ‘বিশেষ চলচ্চিত্র পুরস্কার’ ও ২০১৫ সালে ‘চলচ্চিত্র পুরস্কার (সারা জীবনের অবদান)’ প্রদান করে। এছাড়া তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মানে ভূষিত হয়েছেন।
তাঁর প্রয়াণে চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল।
আমি সৌমেন্দু রায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”