Pankaj Udhas, passed away, গজল সম্রাট পঙ্কজ উধাসের জীবনাবসান

আমাদের ভারত, ২৬ ফেব্রুয়ারি: সঙ্গীতের দুনিয়ায় নক্ষত্রপতন। সোমবার জীবনাবসান হল কিংবদন্তী গজল সম্রাট পঙ্কজ উধাসের। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

জন্ম গুজরাতের জেতপুরে, ১৭ মে ১৯৫১। মারা গিয়েছেন মুম্বাইয়ে। পরিবারের তরফে সামাজিক মাধ্যমে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। দীর্ঘ অসুস্থতার কারণেই মৃত্যু হয়েছে তাঁর। ২৬ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পঙ্কজ উধাস। তাঁর প্রয়াণে শোকের ছায়া নামে বিনোদন জগতে। এক্স হ্যান্ডলে পরিবারের তরফে পঙ্কজ উধাসের মৃত্যুর খবর শেয়ার করতেই তাঁর আত্মার শান্তি কামনা করেছেন প্রত্যেকে।

তাঁর সঙ্গীত জীবনের বিস্তার চার দশকেরও বেশি সময়।লাইভ অনুষ্ঠান হোক বা অ্যালবাম কিংবা ছবির গান, আশি ও নব্বইয়ের দশকে দর্শককে মুগ্ধ করেছেন তিনি। ‘চান্দি জ্যায়সা রং’, ‘না কাজরে কি ধার’,‘দিওয়ারো সে মিল কর রোনা’, ‘আহিস্তা’, ‘থোড়ি থোড়ি প্যার করো’, নিকলো না বেনাকাব’— পঙ্কজ উদাসের গাওয়া এই সব গজল আজও ভুলতে পারেনি শ্রোতা-দর্শকরা। ‘নশা’, ‘পয়মানা’, ‘হসরত’, ‘হামসফর’-এর মতো জনপ্রিয় অ্যালবাম রয়েছে তাঁর ঝুলিতে। জগজিৎ সিং-কে বলা হয়, গজল সম্রাট। আর সঙ্গীতপ্রেমীদের কাছে ‘গজল কিং’ পঙ্কজ উধাস।  

পঙ্কজ উধাসের মৃত্যুতে শোক জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

সোমবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লিখেছেন, “আজ মুম্বাইতে আমাদের সময়ের ভারতীয় গজলের অন্যতম সেরা শিল্পী, প্রবীণ গায়ক, পঙ্কজ উধাসের মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাঁর চলে যাওয়া ভারতীয় সঙ্গীত জগতে এক শূন্যতা সৃষ্টি করবে। তাঁর পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা রইল। সেই সাথে সমগ্র বিশ্বে যে অগণিত ভক্তদের তিনি রেখে গেছেন, তাঁদেরও প্রতি জানাই সমবেদনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *