জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: করোনা যুদ্ধের প্রথম সারির যোদ্ধা এবং মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার সুরেন্দ্রনাথ বেরার করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র পঁয়ত্রিশ বছর। বুধবার সন্ধ্যায় মেদিনীপুরে তার মৃত্যুর খবর এসে পৌঁছাতেই চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে আসে।
মৃত চিকিৎসকের বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলারই পিংলাতে। গত ৩ সেপ্টেম্বর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই কলকাতার একটি প্রথম সারির করোনা হাসপাতালে তিনি ভর্তি হন। তাঁর ঘনিষ্ঠ এক চিকিৎসক জানিয়েছেন, প্রবল শ্বাসকষ্ট থাকায় তাকে ভেন্টিলেশনে রাখা হয়। গত দু’দিন কিছুটা সুস্থ হওয়ায় তাকে আইসিইউতে নিয়ে আসা হয়েছিল। গতকাল সকাল থেকে ফের অসুস্থ হয়ে পড়ায় আবার ভেন্টিলেশনে নিয়ে যাওয়া হয়। এরপরই কার্ডিয়াক অ্যাটাক হয় এবং তিনি মারা যান।
জানা গেছে, মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে একাধিক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাক্তার পঞ্চানন কুন্ডুও সংক্রমিত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। কয়েকদিন আগে তার গাড়ির চালকের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে।