আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১১ জানুয়ারি:
পথদুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহার নিল মহিষাদলের কাপাসবেড়্যা। উত্তেজিত জনতা ভাঙ্গচুর করল প্রায় ৫ টি গাড়ি। পাশাপাশি ট্রাফিক পুলিশের সিগন্যাল ঘরটিতেও ভাঙ্গচুর চালায় উত্তেজিত জনতা।
পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার কাপাসবেড়িয়ায় ৪১ নম্বর জাতীয় সড়ক ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন দুই আরোহী। সেখ আব্দুল মজিদ( ৬৫) ও সিরাজুল খান (৪০)। দুই প্রতিবেশী মোটর সাইকেলে করে ভুল লেন ধরে যাচ্ছিলেন। সেই সময় হলদিয়াগামী একটি লরি বাইকটিকে ধাক্কা মেরে চম্পট দেয়। ঘটনাস্থলে আব্দুল মজিদ মারা যায়। গুরতর জখম হয় সিরাজুল খান।
এরপরই উত্তেজিত জনতা ভাঙ্গচুর করে বেশ কয়েকটি গাড়ি। অবরোধ করে রাখে জাতীয় সড়ক। ভেঙ্গে দেওয়া হয় ট্রাফিক সিগন্যালের ঘরটিও। প্রায় ২ ঘন্টা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি সামাল দিতে নামানো হয় নামানো হয়র্্যাফ।