আমাদের ভারত, মেদিনীপুর, ৩ মার্চ: মঙ্গলবার অগ্নিযুগের বিপ্লবী বিমল দাশগুপ্তের একুশতম প্রয়াণদিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মেদিনীপুরের “বিপ্লবী বিমল দাসগুপ্ত স্মৃতিরক্ষা কমিটি” শহরের কলিজিয়েট স্কুলের বিপরীতে অবস্থিত বিপ্লবী বিমল দাশগুপ্তের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান করার পর মূর্তির পাদদেশে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে। মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে বিপ্লবীর প্রতি অগণিত মানুষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।
স্মরণ অনুষ্ঠানে কমিটির সভাপতি অধ্যাপক জগবন্ধু অধিকারী, সম্পাদক পঞ্চানন প্রধান, বিপ্লবী বিমল দাসগুপ্তের কন্যা শ্রীমতি অপর্ণা দাসগুপ্ত সহ পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। কমিটির সম্পাদক শ্রী পঞ্চানন প্রধান বলেন, অত্যাচারী ব্রিটিশ শাসক জেমস পেডি সাহেবকে গুলি করে মারেন বিমল দাশগুপ্ত। তার বিপ্লবী চরিত্র আজও আমাদের সমাজে মাথা তুলে বাঁচতে শেখায়, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের সাহস যোগায়, যথার্থ মানুষ হতে শেখায়।”