পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২১ নভেম্বর: কোলাঘাটের ভোগপুরে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল এক বৃদ্ধার। ভোগপুর গ্রাম পঞ্চায়েতের ভোগপুর গ্রামের কেসিমন বিবি (বয়স-৮০ বছর) এসআইআর আতঙ্কজনিত কারণে গতকাল রাত ১১টায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলে পরিবারের সূত্রে জানাগেছে।
এসইউসিআই(কমিউনিস্ট) দলের কোলাঘাট ব্লক নেতৃত্ব নারায়ণ চন্দ্র নায়ক বলেন, ওই বৃদ্ধার ২ ছেলের মধ্যে একজন মৃত। মৃত ছেলের নাম ২০০২ সালের ভোটার তালিকায় রয়েছে। কিন্তু জীবিত ছেলে শেখ নাসিরুদ্দিনের বয়স ৪৫ বছর হলেও তার নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। বৃদ্ধার চার মেয়ে রয়েছে। তারা বিবাহিত।
ওনার পুত্র শেখ নাসিরউদ্দিনও আতঙ্কে রয়েছে বলে জানাগেছে।
নারায়ণবাবু প্রশাসনের পক্ষ থেকে কাউকে গ্রামে গিয়ে ছেলের সঙ্গে কথা বলে আতঙ্ক দূর করার ব্যবস্থা নিতে বিডিও’র কাছে অনুরোধ করছেন।

