Trump, America, নির্বাচনী প্রচার চলাকালীন প্রাণঘাতি হামলা! ট্রাম্পকে লক্ষ্য করে গুলি, উত্তপ্ত আমেরিকা

আমাদের ভারত, ১৪ জুলাই: সামনেই আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচনের মহারণ। এবারের ভোটযুদ্ধে ময়দানে প্রধান যোদ্ধারা হলেন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আর বর্তমান রাষ্ট্রপতি জো বাইডেন। কিন্তু ভোটের কয়েক মাস আগেই ঘটে গেল মারাত্মক ঘটনা। ট্রাম্পকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে। সেই সময় ট্রাম্প একটি জনসভায় বক্তব্য রাখছিলেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পেনসিলভানিয়ার বাটলারে একটি নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হচ্ছিল। সেখানেই বক্তৃতা দেওয়ার সময় হামলা হয় ট্রাম্পের উপর। তাঁর কানে গুলি লাগে। তবে সামান্যর জন্য প্রাণে বেঁচে গেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী।

ট্রাম্প জানিয়েছেন, নির্বাচনী প্রচারের সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। তবে তাঁর কান ঘেঁষে বুলেটটি চলে যায়। হামলার পরপরই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দেখা যায় তাঁর মুখের সামনে দিয়ে রক্ত বেয়ে পড়ছে। যদিও এই ঘটনার সঙ্গে সঙ্গেই সিক্রেট সার্ভিসের সদস্যরা হামলাকারীকে গুলি করে। সেখানেই হমলাকারীর মৃত্যু হয়।

ট্রাম্প ছাড়া আরও দু’জন এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন বলে সিক্রেট সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ট্রাম্পকে স্টেজ থেকে নামানোর সময়ই কানের পাশ, গালে রক্তের দাগ লক্ষ্য করা যায়। আহত অবস্থাতেও হাত উঁচিয়ে, মুঠো করে হার না মানার ইঙ্গিত করেন ট্রাম্প।

প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনাকে হত্যার চেষ্টা বলে নিশ্চিত করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কী উদ্দেশে তারা এই ঘটনা ঘটিয়েছে বা হামলায় ব্যবহৃত অস্ত্র খুঁজে বের করার চেষ্টা করছে এফবিআই। ঘটনার সঙ্গে সম্পর্কিত যে কোনো তথ্য তদন্তের স্বার্থে এফবিআইকে জানানোর জন্য জনসাধারণের কাছে আহ্বান জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *