সাথী দাস, পুরুলিয়া, ২৬ নভেম্বর:
পরিত্যক্ত কুয়ো থেকে বস্তাবন্দী মুন্ডু হীন দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল পুরুলিয়া শহরে। শহরের ৭ নম্বর ওয়ার্ডের ভুঁইয়া পাড়ায় ঘটনাটি ঘটে। গতকাল থেকেই পচা গন্ধ বেরোচ্ছিল ওই কুয়ো থেকে বলে জানান স্থানীয়রা। আজ সন্দেহ হওয়ায় বাসিন্দারা খবর দেন সদর থানার পুলিশকে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে কুয়ো থেকে একটি বস্তাবন্দি মুন্ডু কাটা দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান এটি খুনের ঘটনা। কুয়ো থেকে মৃতদেহটি উদ্ধার করার পর পুলিশ জানতে পারে কেউ বা কারা খুন করে বস্তায় ভরে পাথর বেঁধে ফেলে দেয় ওই কুয়োতে। দেহটির মুন্ডু পাওয়া যায়নি।

ইতিমধ্যেই পুলিশ তদন্তে নেমেছে। এলাকার মানুষকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। কে বা কারা খুন করল তা নিয়ে এলাকাবাসী ও পুলিশ ধন্দে রয়েছে। মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় পুরুলিয়া সদর হাসপাতালে।

