আমাদের ভারত, মালদা, ৯ ডিসেম্বর: মালদা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ মিটার দূরে নর্দমা থেকে উদ্ধার হল মৃত সদ্যোজাত শিশু। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার ৩নম্বর ওয়ার্ডে। সাতসকালে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে ইংরেজবাজার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শিপ্রা রায়। তিনি জানান, সকালে ওয়ার্ডের সাফাই কর্মীরা নর্দামা পরিষ্কার করার সময় এই সদ্যোজাত শিশুটি মৃত অবস্থায় দেখতে পায়। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেটা এখনও পরিষ্কার নয়। খবর পেয়ে ইংলিশবাজার থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
যে জায়গাটি থেকে এই সদ্যোজাত শিশুটিকে উদ্ধার করা হয়েছে তার পাশেই রয়েছে একটি বেসরকারি প্যাথলজি সেন্টার। অন্যদিকে ৫০০মিটার দূরেই রয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল। ফলে এলাকাবাসীদের মধ্যে প্রশ্ন উঠছে ঘটনা নিয়ে। এলাকাবাসীদের বক্তব্য, এরকম ঘটনা প্রায়ই এই এলাকায় ঘটে আসছে। তাদের দাবি, সঠিকভাবে পুলিশ এটা তদন্ত করুক। যারা এধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের কঠোর শাস্তির দাবি জানান এলাকাবাসী।