আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৩ ডিসেম্বর: ভারত- বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া ঘেঁষা এলাকায় এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভাটোল গ্রামে। সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা মৃতদেহটি উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। রায়গঞ্জ থানার পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের পুলিশ মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।
উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম ভাটোল। সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানরা সকালে সীমান্তে কাঁটাতারের বেড়া সংলগ্ন এলাকায় এক ব্যাক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখেন। মৃত ব্যক্তির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন দেখা গিয়েছে। রায়গঞ্জ থানার পুলিশকে খবর দেওয়ার পাশাপাশি বিএসএফ ওই অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ। এলাকার বাসিন্দারা কেউই মৃতদেহটি শনাক্ত করতে পারেনি। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।