সাথী দাস, পুরুলিয়া, ৩০ আগস্ট: ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। পুরুলিয়া জেলার পাড়া থানার অন্তর্গত দুবড়া দুর্গা মন্দিরের সামনে ঘটল এই ঘটনা। মৃত ব্যক্তির নাম সুকুমার শিকদার, বয়স ৪৭।
মৃত ব্যক্তির এক আত্মীয় জানান , এদিন দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন সেই ব্যক্তি। তখন রাস্তা পার হতে গিয়ে রঘুনাথপুর থেকে সাঁওতালডি গামী একটি ডাম্পারের ধাক্কায় গুরুতর আহত হন। এরপর তাঁকে রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকাজুড়ে। ঘন্টাখানেক ধরে এলাকাবাসী পথ অবরোধ। পরে পাড়া থানার পুলিশের তৎপরতায় অবরোধ উঠে যায়। ঘাতক গাড়িটি পাড়া থানার পুলিশ আটক করেছে, তবে দুর্ঘটনার পর থেকে গাড়ির ড্রাইভার এবং খালাসি পলাতক বলে জানা গেছে।

