অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ ডিসেম্বর: বালি গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া ফাঁড়ির চুবকা থেকে মারখন্দপুর যাওয়ার রাস্তায়।
সন্ধ্যার সময় কংসাবতি নদী থেকে বালি নিয়ে লরিগুলি ফিরছিল সেই সময় ঘটনাটি ঘটে। সাথে সাথে উত্তেজনা ছড়ায় এলাকায়। উত্তেজিত জনতা বেশ কয়েকটি বালি গড়িতে ভাঙচুর চালায়। একাধিক গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি সামাল দিতে মানিকপাড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।