আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১২ সেপ্টেম্বর: নয়ানজুলি থেকে এক ব্যক্তির পচা গলা মৃতদেহ উদ্ধার। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার গোকুলপুর গ্রামের ঘটনা। আজ শনিবার দুপুর ১২টা নাগাদ পাট চাষিরা ওই নয়ানজুলিতে পাট ধুতে গিয়ে দুর্গন্ধ পেলে চারিদিক দেখার পর এক ব্যক্তির পচা গলা মৃতদেহ জলে ভাসতে দেখে। তার মাথার হেলমেটও জলে ভাসছিল। এরপর স্বরূপনগর থানার পুলিশকে খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।
ওই ব্যক্তিকে কেউ খুন করেছে, না জলে ডুবে মৃত্যু হয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও উদ্ধার হওয়া মৃত ব্যক্তির নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।