আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ ডিসেম্বর: মেদিনীপুর শহরে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার সকালে শহরের গোলকুয়া চক এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ।
স্থানীয় বাসিন্দারা সকালবেলা ওই এলাকার একটি বাগানে কাজ করার সময় পচা দুর্গন্ধ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি মৃতদেহ পড়ে রয়েছে। এরপর তারাই মেদিনীপুর কোতোয়ালী থানায় খবর দেন। পুলিশের একটি দল দমকল বিভাগের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। মৃত ব্যক্তিকে খুন করে ফেলে দেওয়া হয়েছে নাকি এটা আত্মহত্যার ঘটনা, তা তদন্ত করে দেখছে কোতোয়ালি থানার পুলিশ।