আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ মে: ভুট্টা ক্ষেত থেকে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করল পুলিশ।ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত পণ্ডিতপোতা-১ গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতের নাম কনেন রেজা(২২)। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবককে কোনো ধারালো অস্ত্র দিয়ে বারবার কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার নেপথ্যে কি কারণ রয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

