আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩ নভেম্বর: আজ বিকেল চারটে নাগাদ বনগাঁর ইছামতি নদীতে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পাওয়া যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় এলাকায়। মৃত ব্যক্তির নাম সর্বন সাউ। বয়স পঞ্চাশের কাছে। তার বাড়ি বনগাঁ থানার অন্তর্গত বসাকপাড়া কালী মন্দিরের পাশে।
ঘটনা সুত্রে জানা যায়, সর্বন সাউ গতকাল বিকেল থেকেই নিখোঁজ ছিল। আজ সকাল থেকে তাকে খোঁজাখুঁজি করতে থাকে তার বাড়ির লোকজন। কিন্তু কোনও হদিস পাওয়া যাচ্ছিল না তার। আজ বিকেল চারটে নাগাদ তার দেহ ইছামতী নদীর রাখালদাস সেতুর কাছে ভেসে থাকতে দেখা যায়। বনগাঁ থানায় খবর দেয় স্থানীয় মানুষ। বনগাঁ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য বনগাঁ মহাকুমা হাসপাতালে পাঠানো হয়েছে৷
মৃত ব্যাক্তি চোখের সমস্যা, নার্ভের সমস্যা সহ বিভিন্ন শারিরীক অসুস্থায় ভুগছিলেন। চোখে কয়েকবার অস্ত্রোপচারও হয়েছে তার। চিকিৎসার জন্য অনেক অর্থের প্রয়োজন হওয়ায় পরিবারের কথা চিন্তা করে তিনি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে।