পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: সংঘশ্রী ক্লাবের পরিচালনায় এক দিনের দিনরাতের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হল খড়্গপুর শহরের তালবাগিচা ময়দানে। এবারে ২৪তম বর্ষে পদার্পণ করল। স্বর্গীয় রমেশচন্দ্র পাল ও স্বর্গীয় মদনময়ী পালের স্মৃতির উদ্দেশ্যে আজ থেকে ৩০ বছর আগে এই খেলার সূত্রপাত হয়। যদিও মাঝখানের কিছু বছর অন্য খেলা হওয়ায় এটি এবছর ২৪তম বর্ষে পদার্পণ করল।
বাংলা, ঝাড়খন্ড, ওড়িশা, বিহার থেকে খেলোয়াড়রা ফুটবল খেলায় অংশগ্রহণ করে। এই বছর প্রায় ১৬টি দল অংশগ্রহণ করে এই খেলায়। স্বাভাবিকভাবেই প্রত্যেক বছরই খড়গপুর শহরে এই টুর্নামেন্টকে নিয়ে থাকে অগুন্তি ফুটবলপ্রেমীদের উৎসাহ।
এই অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন, সমাজসেবী তথা পশ্চিম মেদিনীপুর তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুজয় হাজরা, তৃণমূল যুব প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ সিংহ সহ খড়্গপুর পৌরসভার প্রতিনিধিরা। এদিন সন্ধ্যায় খেলোয়ারদের মনোবল বাড়াতে এবং দর্শকদের উৎসাহিত করতে খেলার ময়দানে উপস্থিত হন মেদিনীপুরের বিধায়িক তথা বাংলার চলচ্চিত্র অভিনেত্রী জুন মালিয়া।