বাগদায় মাকে খুন করার ভয় দেখিয়ে মেয়েকে ধর্ষণ, গ্রেফতার বাবা আলিমোর শেখ

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জুন: মাকে খুন করার ভয় দেখিয়ে ১১ বছরের মেয়েকে ধর্ষণ করার অভিযোগ উঠল সৎ বাবার বিরুদ্ধে। মায়ের অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করল পুলিশ। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বাগদা থানার চড়ুইগাছি গ্রামে। পুলিশ জানিয়েছে ধৃতের নাম আলিমোর শেখ।

অভিযুক্তের স্ত্রীর অভিযোগ, লকডাউনের পর থেকে তিনি আগের পক্ষের মেয়ে ও স্বামী আলিমোর শেখকে নিয়ে বাপের বাড়িতেই থাকেন। মঙ্গলবার সন্ধ্যেয় মেয়েকে রেখে আত্মীয়র বাড়িতে যান। সেই সুযোগে স্বামী আলিমোর শেখ তাঁর মেয়েকে ধর্ষণ করে বলে অভিযোগ। প্রথমে ওই বালিকা রাজি না হওয়ায় তাকে হুমকি দেয় আলিমোর এরপর মেয়েটি চিৎকার করলে বলে তোর মাকে খুন করব। তারপর তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মা বাড়ি ফিরতেই মেয়ে সব ঘটনার কথা বলে। এরপর তিনি বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাঁর স্বামীকে গ্রেফতার করে। আইনজীবী সমীর দাস ঘটনার বর্ণনা দিয়ে বলেন, অভিযুক্তের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করে তাকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *