আমাদের ভারত, মেদিনীপুর, ১৪ আগস্ট: নিজের বাবার বিরুদ্ধে যৌন অত্যাচারের অভিযোগ করল মেয়ে।এরকমই এক ঘৃণ্য ঘটনা ঘটেছে ঘাটালের কুরান গ্রামে। স্থানীয় সূত্রে জানাগেছে, ঐ গ্রামের এক ব্যাক্তি তার ১৩ বছরের কিশোরী মেয়ের উপর লাগাতার যৌন অত্যাচার করত। সব জেনেও মেয়েটির মা চুপ ছিল কারণ তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিল তাঁর স্বামী এরকমই অভিযোগ করেন প্রতিবেশীরা। এতদিন মুখ বুঝে সব সহ্য করার পর বুধবার রাতে ওই কিশোরী চেঁচামেচি শুরু করে। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।
গ্রামবাসীরা এই ঘটনা নিয়ে সালিশি সভা করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু বৃহস্পতিবার সন্ধ্যেবেলা অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাকে ঘিরে ধরে গ্রামবাসীরা। তারপর পুলিশে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে আসে। তাঁর দিদির অভিযোগের ভিত্তিতে মেয়েটির বাবা ও মাকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ঘাটাল আদালতে তোলা হলে অভিযুক্তদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। পকসো আইনে বিচার চলবে বলে জানা গেছে।